ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হেলমেট থাকায় পরেননি মাস্ক, জরিমানা ২০০ টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৫ এপ্রিল ২০২১

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানীতে অভিযান চালাচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে মাস্ক না পরায় শাহবাগ এলাকায় দুই মোটরসাইকেলচালককে ২০০ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরার কারণ জানতে চাইলে ওই দুই চালক জানান, হেলমেট পরার কারণে মাস্ক পরেননি তারা।

সোমবার (৫ এপ্রিল) এ অভিযানে দুপুর দেড়টা পর্যন্ত ১২ জনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়। এদিন দুপুর পৌনে ১২টা থেকে শাহবাগে অভিযান পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে সহযোগিতা করছে র‍্যাব-৩।

অভিযানের এক পর্যায়ে শাহবাগ মোড় হয়ে সায়েন্সল্যাবের দিকে যাচ্ছিলেন সঞ্জয় ও সোহাগ শিকদার নামে দুই মোটরসাইকেল চালক। মাস্ক না পরায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা তাদের মাস্ক না পরার জন্য থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

তারা জানান, ফুলফেস হেলমেটের কারণে মাস্ক পরতে পারেননি তারা। ফুলফেস হেলমেট পরলে মাস্ক পরা যায় না। এ অজুহাত দেখালে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু দুই বাইকচালককে ২০০ টাকা করে জরিমানা করেন।

মোটরসাইকেলচালক সঞ্জয় জাগো নিউজকে বলেন, ‘শরীরচর্চা করে বাসায় ফিরছিলাম। মাস্ক সঙ্গেই ছিল কিন্তু ফুলফেস হেলমেটের কারণে মাস্ক পরতে পারিনি।’

মাস্ক না পরা অন্যায় কি-না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ। আমি অন্যায় করেছি, তবে এই হেলমেট পরে মাস্ক পরা কষ্টকর।’

এ বিষয়ে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জাগো নিউজকে বলেন, ‘দুই মোটরসাইকেলচালক হেলমেটের অজুহাতে মাস্ক না পরায় তাদের ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ফুলফেস হেলমেটের কারণে মাস্ক পরা যায় না, এটা একটি অজুহাত মাত্র। করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক।’

তিনি আরও বলেন, ‘মাস্ক না পরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি করোনা মহামারি মোকাবিলায় মাস্ক ও হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। রিকশা-ভ্যানচালক, মোটরসাইকেলচালক, আরোহী ও যারাই মাস্ক পরছেন না তাদের সচেতন করে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জরিমানাও করা হচ্ছে।’

সরেজমিনে দেখা যায়, দিনমজুর, রিকশাচালক, গাড়িচালক, ছোট-বড় পরিবহন কিংবা পরিবহন সংশ্লিষ্টদের অনেকেই মাস্ক পরছেন না। এ কারণে তাদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ, করোনার সচেতনতা তৈরি ও জরিমানাও করছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

টিটি/এসএস/জিকেএস