করোনার টিকা নিলেন মানবিক যোদ্ধারা
করোনা টিকা নিয়েছেন সম্মুখ সারিতে স্বেচ্ছায় কাজ করা মানবিক যোদ্ধারা। রোববার (৪ এপ্রিল) ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন করোনায় সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করা সম্মুখ সারির স্বেচ্ছাসেবকরা।
বাংলাদেশ ফায়ার সার্ভিসের আরবান কমিউনিটি ভলান্টিয়ার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ স্কাউট, গার্লস গাইড, বিএনসিসিসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা টিকা নেন।
সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাংলাদেশ ফায়ার সার্ভিস আরবান কমিউনিটি ভলান্টিয়ার প্রধান সমন্বয়কারী মোহা. হাবিবুল সুমনের নেতৃত্বে সিনথিয়া হোসেন, শহিদুল ইসলাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পক্ষে শান্ত হোসেন রাব্বি, রোজিনা আক্তার, আরফান, বাংলাদেশ স্কাউট-এর শহিদুজ্জামান সানি, আনিয়া আক্তারসহ স্বেচ্ছাসেবক মোহাম্মদ ডালিম, রুবেল হোসাইন টিকাগ্রহণ করেন।
উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকাররে সহায়ক শক্তিতে কাজ করা দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা করোনা নিয়ন্ত্রণে নিজের জীবন বাজি রেখে ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কাজে অংশে নিয়ে দিনমজুর, দুঃস্থ অসহায় মানুষকে ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে।
জনসচেতনতায় রাস্তায় নেমে হ্যান্ড মাইকিং করে জনগণকে ভাইরাস সম্পর্কে সচেতন করাসহ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। এছাড়া ভাইরাসের উপসর্গ নিয়ে কেউ মারা গেলে তাদের মরদেহ দাফন কাজে এগিয়ে এসেছেন এসব স্বেচ্ছাসেবকরা।
এছাড়াও সরকারের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম-২০২১ বাস্তবায়নে রাজধানীসহ সারাদেশে সম্মিলিতভাবে সহায়তা করছেন প্রায় ১৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক।
এমএমএ/এআরএ