ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৪ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সরকার এক সপ্তাহের লকডাউন দিয়েছে। এর প্রতিবাদ ও মার্কেট খোলা রাখার দাবিতে রোববার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকার রাস্তা অবরোধ করেন ব্যবসায়ীরা। এতে এলাকাটিতে যানবাহন চালাচল বন্ধ হওয়ায় যানজট দেখা দেয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশি পাহারায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে রোববার দুপুরে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ‘করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপ’ শিরোনামের এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গত ২৯ মার্চ তারিখের ১৮ দফা নির্দেশনা প্রদান করা হয়েছে।

ওই স্মারকের ধারাবাহিকতায় ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মেয়াদে প্রতিপালনের জন্য প্রজ্ঞাপনে ১১টি নির্দেশনা দেয়া হয়েছে।

সরকারের এ নির্দেশনা আসার পর নিউমার্কেট এলাকার রাস্তা অবরোধ করেন ব্যবসায়ীরা। এতে এলাকাটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজট দেখা দেয়।

‘ভর্তি পরীক্ষার সময় করোনা কোথায় ছিল?’, ‘খাবার দিতে না পারলে লকডাউন দেয়ারও অধিকার নেই’, ‘কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না’, সেলসম্যানদের মতো সরকারি চাকরিজীবীদের বেতনও বন্ধ করে দিন’— এসব লেখা কাগজ হাতে নিয়ে রাস্তা অবরোধ করেন ব্যবসায়ীরা।

এমএএস/এমএসএইচ/জেআইএম