ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জ্বর বাড়ায় টিকা নিতে পারেননি বিদ্যানন্দের কিশোর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৪ এপ্রিল ২০২১

কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাস। তিনি চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রামে বিদ্যানন্দের মা ও শিশু হাসপাতালে।

করোনা ভ্যাকসিন নেয়ার জন্য রোববার (৪ এপ্রিল) তাকে ঢাকায় আনার আসার কথা ছিল। কিন্তু জ্বর বাড়ায় তিনি ঢাকায় আসতে পারেননি।

বিষয়টি রোববার জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিদ্যানন্দের হেড অব ইমেজ অ্যান্ড কমিউনিকেশন সালমান খান। কিশোর কুমার দাসসহ আরও কয়েকজন স্বেচ্ছাসেবী জ্বরে আক্রান্ত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

চট্টগ্রামে কিশোর কুমারের করোনা পরীক্ষা করানো হবে জানিয়ে তিনি বলেন, ‘জ্বরসহ অন্য উপসর্গ দেখে মনে হচ্ছে দাদা (কিশোর কুমার দাস) করোনায় আক্রান্ত। চট্টগ্রামে হাসপাতাল খোঁজা হচ্ছে, সেখানে তার করোনা পরীক্ষা করা হবে।’

সালমান খান আরও বলেন, ‘আমরা ট্রাই করছিলাম জ্বর কমিয়ে হলেও ভ্যাকসিনটা দিতে। এখন তো ভ্যাকসিন নেয়ার ডেট চলে যাচ্ছে। দাদা ছাড়া আরও কয়েকজনের অবস্থা গুরুতর। এর মধ্যে ঢাকায় দুইজনের অবস্থা খুবই খারাপ। তাদেরকে দ্রুতই হাসপাতালে নেয়া হবে।’

এসএম/এমআরআর/জিকেএস