ঢাকায় ওমানের জাতীয় দিবস পালিত
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ঢাকায় পালিত হলো ওমানের ৪৫তম জাতীয় দিবস। সম্প্রতি দিবসটি উপলক্ষে রাজধানীর ওয়েস্টিন হোটেলে ওমান দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ওমান এয়ার এর কান্ট্রি ম্যানেজার খন্দকার এ কবীর।
অনুষ্ঠানে ওমানের সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়। পুরো স্টল সাজানোর উদ্যোগটি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে প্রদান করা হয় আকর্ষণীয় উপহার।
এয়ারলাইন্সের কার্যক্রম চলে একটি স্টলে, যেখানে অতিথিদের ওমান এয়ারের সাম্প্রতিক সব বিশেষ অফার ও পুরস্কারজয়ী পণ্য ও সেবা সম্পর্কে বিস্তৃত তথ্য সরবরাহ করা হয়।
উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম এয়ারলাইন ও অতি সম্প্রতি ঢাকা রুটে যাত্রা শুরু করা ওমান এয়ারের স্টলটি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল-ড্র, যার বিজয়ীকে পুরস্কার হিসেবে ঢাকা থেকে মিলান-এ যাওয়ার ফ্রি ওমান এয়ার বিজনেস ক্লাস রিটার্ন এয়ার টিকেট প্রদান করা হয়।
আরএম/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা