ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা তাপসের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৩ এপ্রিল ২০২১

আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। সেই ঘোষণা মোতাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরীকে কেন্দ্রীয় কারিগরি কমিটির সুপারিশ ও স্বাস্থ্য অধিদফতরসহ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সেই অনুযায়ী ডিএসসিসির করণীয় নির্ধারণপূর্বক কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দেন।

লকডাউন বাস্তবায়নে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘ইতোমধ্যে মেয়র করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় কারিগরি কমিটি, স্বাস্থ্য অধিদফতরসহ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এ নিয়ে আগামীকাল একাধিক দাফতরিক সভা রয়েছে। সভার পরে আমরা গণমাধ্যমকে সার্বিক বিষয়াদি অবহিত করব।’

প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘আজ সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়ের সঙ্গে লকডাউন বাস্তবায়নে করণীয় নির্ধারণ করতে আমাদের একটি অনলাইন বৈঠক রয়েছে। সেখানেও আমরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পাব বলে আশা করছি।’

এমএমএ/এআরএ/এমকেএইচ