টিকা নিয়েও করোনা আক্রান্ত স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমি নিজেও করোনা আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে থেকে আজ বাসায় ফিরলাম।’
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. মো. রেহান উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘তিনি (স্বাস্থ্য সেবা সচিব) কেবিনে ভর্তি আছেন। এখন তার তেমন কোনো জটিলতা নেই।’
বৃহস্পতিবার রাত থেকে স্বাস্থ্য সেবা সচিব আবদুল মান্নানের শারীরিক জটিলতা দেখা দেয়। শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নিয়েছিলেন আব্দুল মান্নান।
উল্লেখ্য, গত ১৪ জুন করোনা আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার।
আরএমএম/জেডএইচ/এএসএম