ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় মারা গেলেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪৭ এএম, ০২ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান মারা গেছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম জাগো নিউজকে বলেন, ‘সপ্তাহখানেক আগে থেকে আতাউর রহমান সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ২৯ মার্চ করোনা পজিটিভ হয়ে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল (বৃহস্পতিবার) তাকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।’

জানা যায়, আতাউর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৩১তম ব্যাচের ছাত্র ছিলেন। মৃত্যুকালে আতাউর স্ত্রীসহ দুই সন্তান রেখে যান।

বিএ/এমএস