ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাড্ডায় আইএস সদস্য সন্দেহে আটক ১

প্রকাশিত: ০৫:৪৫ এএম, ২৫ নভেম্বর ২০১৫

‘জিহাদি জন’ নামে ইন্টারনেটে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেস্টের (আইএস) প্রচার চালানোর অভিযোগে নাহিদ হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাড্ডা এলাকার থেকে তাকে আটক করা হয়।

অপরদিকে, আইএস এবং আনসারুল্লাহ বাংলা টিমের নাম ব্যবহার করে দেশের বিশিষ্ট ব্যাক্তিদের হত্যার হুমকি দেয়ার ঘটনায় তেজগাঁও থেকে এক জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার জাগো নিউজকে জানান, আটককৃত ব্যাক্তি বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে প্রোফেসর ইমিরেটাস আনিসুজ্জামান, প্রোফেসর মুনতাসীর মামুন, প্রোফেসর ড. জাফর ইকবাল এবং বিশিষ্ট রাজনীতিবিদদের হুমকি দিয়েছে।

এবিষয়ে বিস্তারিত জানাতে ডিএমপি দুপুরে সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে।
 
এআর/এএইচ/এমএস