ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে একদিনে ২৯০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ৩১ মার্চ ২০২১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৯০ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৯৯৬ জনে।

বুধবার (৩১ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৯২৫ নমুনা পরীক্ষায় ২৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ২৫৪ জন ও উপজেলার ৩৬ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে সাতজন, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ল্যাবে ৫০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এছাড়া আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৬ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চারজন এবং শেভরন হাসপাতাল ল্যাবে ৪৩ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তবে এ দিন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

এমএসএইচ/এমএস