সবুজের বার্তা নিয়ে ৪ ভারতীয় পর্বতারোহী বাংলাদেশে
সারা জীবনে অন্তত একটি গাছ লাগান ও পরিচর্যা করুন এই বার্তা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে সাইকেল ভ্রমণে বেরিয়েছেন ৪ পর্বতারোহী। এরা হলেন-গৌতম ঘোষ, সুশান্ত দাস, লিপিকা বিশ্বাস, উজ্জ্বল পাল। গত শনিবার (২১ নভেম্বর) কোলকাতা থেকে সাইকেলে চড়ে বেনাপোল সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে যাত্রা শুরু করেন।
যশোর জেলা পেরিয়ে বর্তমানে তারা মাগুরায় অবস্থান করছেন। মাগুরায় তারা বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলে সবুজের বার্তা পৌঁছে দিচ্ছেন। মাগুরায় ভ্রমণ শেষে তারা ফরিদপুর হয়ে কক্সবাজারের উদ্দ্যেশ্যে রওনা হবেন। সাইকেল নিয়ে বাংলাদেশের পথে পথে তারা ৩০দিন থাকবেন।
ভ্রমণ টিমের অন্যতম সদস্য উজ্জ্বল পাল জাগো নিউজকে বলেন, তারা চারজনই পর্বতারোহী এবং ভ্রমণ বিলাসী। গত বছর তিনি একই বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এবার আরও ৩ সদস্যকে নিয়ে একটি বিস্তৃত পরিসরে কাজটি করবেন।
আরাফাত হোসেন/এসএস/এমএস