নানা কর্মসূচির মধ্য দিয়ে নূর হোসেন দিবস পালিত
স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের নায়ক শহীদ নূর হোসেনের ২৭তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বিভিন্ন রাজনৈতিক সামজিক সংগঠন রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন করে।
দিবসটি উপলক্ষে দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলোপের নেতৃত্বে আওয়ামী লীগ, সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, পার্টির সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আওয়ামী যুব লীগ, আওয়ামী স্বেচ্ছাসেক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বাংলাদেশ যুব মৈত্রী, ছাত্রদল, যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, বিপ্লবী ছাত্রসংহতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমী সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত প্রধান অতিথির বক্তব্য রাখেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের নেতা হুমায়ুন কবীর মিজি, হারুন-উর-রশীদ চৌধুরী, মিনহাজ উদ্দিন ও আবদুল হাই কানু প্রমুখ।
এদিকে শহীদ নূর হোসেন স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করে বাংলাদেশ মোটরচালক লীগ। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।