ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে শনাক্ত আরও ২০৮, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৫ এএম, ২৫ মার্চ ২০২১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২০৮ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে এবং আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫০০ জনে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৮৭২ নমুনা পরীক্ষায় ২০৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৭৪ জন এবং উপজেলার ৩৪ জন।

জানা যায়, গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪২ জন, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৫১ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে একজনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।

এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ২৬ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন ও ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৪৮ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

আবু আজাদ/বিএ/এএসএম