ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৪ পৌরসভার নির্বাচনে নৌ চলাচলে নিষেধাজ্ঞা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২১ মার্চ ২০২১

পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।

৩১ মার্চ বুধবার পাবনা জেলার সুজানগর, যশোর জেলার যশোর, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ এবং মাদারীপুর জেলার কালকিনি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৩০ মার্চ দিবাগত মধ্যরাত ১২টা হতে ৩১ মার্চ দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রোববার (২১ মার্চ) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।

ইসির এক পরিপত্রে জানানো হয়, এই সময় লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌযান ও স্পিডবোর্ড চলাচল নিষিদ্ধ। তবে ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত নৌযান চলতে পারবে।

এছাড়া রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। সেই সঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত নৌযান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

তাছাড়া, প্রধান প্রধান নৌপথে বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সেই সঙ্গে ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে সকল নৌযান চলাচলের ক্ষেত্রে ও দূর পাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না ।

এইচএস/জেডএইচ/এমকেএইচ