ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাকিস্তানের মন্তব্যে ঢাকার কড়া প্রতিবাদ

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধে সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর করা নিয়ে পাকিস্তানের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ঢাকা মতে, বিচার ইস্যুতে পাকিস্তানের অবস্থান মোটেও গ্রহণযোগ্য নয়। সোমবার দুপুরে পাক হাই কমিশনার সুজা আলমকে ডেকে এই প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

এর আগে সোমবার মন্ত্রী সভার নিয়মিত বৈঠকে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেন।

এর আগে রোববার রাত ১২টা ৫৫ মিনিটে বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের এ দুই নেতাকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর পর পরই এক বিবৃতিতে উদ্বেগের কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সালাউদ্দিন কাদের (সাকা)চৌধুরী ও আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর দুর্ভাগ্যজনক । আমরা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে তা লক্ষ্য করলাম।

প্রতিবাদে হাই কমিশনারের কাছে একটি লিখিত প্রতিবাদ দেয়া হয়। এটি দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডেকে আনা হয় সুজা আলমকে। সোমবার দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়।   

এসএ/এএইচ/পিআর