কিছু হজযাত্রী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন : ধর্মমন্ত্রী
কিছু হজযাত্রী হজ ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার পর ফেরত না এসে দেশের ভাবমূর্তি ও স্বার্থ ক্ষুণ্ন করছেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রমান।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে সরকারি দলের সংসদ সদস্য ইসরাফিল আলম ও জাতীয় পার্টির কাজী ফিরোজ চৌধুরীর পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
তিনি জানান, বছর হজে মক্কায় ক্রেন ও মিনার দুর্ঘটনায় ১৪৫ জন হাজী মারা গেছেন। এর মধ্যে ক্রেন দুর্ঘটনায় একজন এবং মিনার দুর্ঘটনায় ১৪৪ জন মারা যান।
ধর্মমন্ত্রী বলেন, যে সব হজযাত্রী দেশে ফিরছেন না তাদের বিরুদ্ধে জাতীয় হজ ও ওমরাহ নীতিমালার আলোকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দুর্ঘটনায় নিহত হাজীদের ব্যাপারে ধর্মমন্ত্রী আরো জানান, সৌদি কর্তৃপক্ষ ক্রেন দুর্ঘটনায় নিহত ও আহত হাজীদের ক্ষতিপূরণ ঘোষণা করলেও আজ পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
মেহজাবিন খালেদের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, হজ মৌসুমে সৌদি আরবে মৃত্যুবরণকারী বাংলাদেশি কোনো হজযাত্রীর লাশই ইতোপূর্বে দেশে পাঠানো হয়নি।
প্রতি উপজেলায় মডেল মসজিদ
ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, প্রতি উপজেলা পর্যায়ে একটি করে মডেল মসজিদ নির্মাণ প্রকল্প গ্রহণের কাজ প্রক্রিয়া রয়েছে।
ফাহমী গোলন্দাজ বাবেলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ এবং ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স স্থাপনের জন্য স্থাপত্য অধিদফতরের মাধ্যমে নকশা তৈরি করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী কর্তৃক নকশা অনুমোদনের পর প্রকল্পের নির্মাণ কাজের প্রাক্কলন প্রণয়নের কাজ শুরু করা হবে। প্রকল্প অনুমোদিত হলে পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ এবং ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স নির্মাণ করা হবে।
এইচএস/এসকেডি/পিআর