ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যুক্তরাজ্যফেরত আরও অর্ধশতাধিক যাত্রী বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৯ মার্চ ২০২১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় (১৮ মার্চ সকাল আটটা থেকে ১৯ মার্চ সকাল আটটা পর্যন্ত) ছয়টি ফ্লাইটের যুক্তরাজ্যফেরত আরও অর্ধশতাধিক যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তারা সরকার নির্ধারিত আবাসিক হোটেলে নিজ খরচে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকবেন।

শুক্রবার (১৯ মার্চ) শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৬টি ফ্লাইটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চার হাজার ৩৮৪ জন যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে ছয়টি ফ্লাইটের ৫১ জন যুক্তরাজ্যফেরত যাত্রীকে প্রাতিষ্ঠানিক ও অবশিষ্ট যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

যুক্তরাজ্যফেরত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাওয়া যাত্রীদের মধ্যে ইকে ৫৮২ ফ্লাইটের ছয়জন, কিউআর ৬৪০ ফ্লাইটের ১৩ জন, বিজি ২০২ ফ্লাইটের ২১ জন, থ্রিএল ০৬৩ ফ্লাইটের তিনজন, কিউআর ৬৩৮ ফ্লাইটের ছয়জন এবং টিকে ৭১২ ফ্লাইটের দুইজন রয়েছেন।

এমইউ/এমআরআর/এএসএম