ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খেতাবপ্রাপ্ত বীরসেনাদের সংবর্ধনা

প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৩ নভেম্বর ২০১৫

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত ২৩ বীর সেনাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।  
 
সোমবার সকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বীরসেনার আত্মীয়দের এই সংবর্ধনা দেন।

এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী।
 
খেতাবপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ৩ জন বীরশ্রেষ্ঠ, ৩ জন বীর উত্তম, ৬ জন বীর বিক্রম এবং ১১ জন বীর প্রতীক।
 
অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধকালীন সময়ে খেতাবপ্রাপ্ত সেনাসদস্যদের বীরত্বগাঁথার অবদানের সার সংক্ষেপ তুলে ধরা হয়। এর পরপরই সেনা প্রধান খেতাবপ্রাপ্তদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় এবং তাদেরকে উপহার সামগ্রী প্রদান করেন।
 
সেনাসদরের পক্ষ থেকে প্রতি বছরই এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাসদরসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এআর/এসকেডি/পিআর