ঢামেকে আগুন : বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আইসিইউতে ১০ রোগী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে আগুনের ঘটনায় স্থানান্তর করা ১১ রোগীর মধ্যে ১০ জন ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আর একজনকে স্বজনরা একটি বেসরকারি হাসপাতালে ভার্তি করেছেন।
ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আইসিইউতে যারা ভর্তি রয়েছেন তারা হলেন- মোহাম্মদ সেলিম (৫২), মোমেনা বেগম (৪৫), মনিরুল ইসলাম (৫০), রেখা আক্তার (৩৫), এনামুল হক (৬৫), খন্দকার আব্দুর রশিদ (৬০), শাহিন আলম (৩২), সাহিদা বেগম (৫০), শহিদুল ইসলাম (৫৬), নজরুল ইসলাম (৬০)।
ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আইসিইউয়ের কর্তব্যরত চিকিৎসক জানান, ভর্তি ১০ জনের মধ্যে মোমেনা ও খন্দকার আব্দুর রশিদ বুধবার থেকে লাইফ সাপোর্টে রয়েছেন। তাদের অবস্থা বেশি খারাপ। একজন রয়েছেন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে। বাকিরা এখন স্থিতিশীল রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে যেসব রোগী ছিলেন তাদের স্থানান্তর করা হয়েছে। আগুনের ঘটনায় সেখানে তিনজন রোগী মারা গেছেন। বাকিদের ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইএ/এএসএম