চট্টগ্রামে করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১৩
চট্টগ্রামে ফের করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১৩০ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩৮২ জন। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৮৬ জনে।
মঙ্গলবার (১৬ মার্চ) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, সোমবার (১৫ মার্চ) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের অপর ছয়টি ল্যাবে এক হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০৯ জন নগরের এবং ২১ জন বিভিন্ন উপজেলার।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২১ জন, বিআইটিআইডিতে ১১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬১ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে নয়জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া শেভরনে ২১ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
তবে এদিন ইমপেরিয়াল হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে কোনো নমুনা পরীক্ষা হয়নি এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে তিনজনের নমুনা পরীক্ষা করা হলেও নেগেটিভ রিপোর্ট এসেছে।
এএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ তথ্য স্থানান্তরের কারণে ধীরগতি, দ্রুতই সমাধান
- ২ সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরি হওয়া ১০ লাখ টাকা উদ্ধার
- ৩ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- ৪ নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে যা বললেন দুদকের নতুন চেয়ারম্যান
- ৫ বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎ