ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

টিকা নিয়েছেন প্রায় ৪৫ লাখ মানুষ, বিরূপ প্রতিক্রিয়া ৮৯৪ জনের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৫ মার্চ ২০২১

রাজধানীসহ সারাদেশে করোনার টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫৭ লাখ ৭০ হাজার ১৯৮ জন। সোমবার (১৫ মার্চ) পর্যন্ত টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৮৫ লাখ ৯৫৪। তাদের মধ্যে পুরুষ ২৮ লাখ ৪৪ হাজার ৩৫৫ ও নারী ১৬ লাখ ৪১ হাজার ৫৯৯। টিকার বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত রিপোর্ট করেছেন ৮৯৪ জন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকাগ্রহণকারীর সংখ্যা ৮৭ হাজার ৮৬০। তাদের মধ্যে পুরুষ ৫০ হাজার ২৪৪ ও নারী ৩৭ হাজার ২১৬ জন। এ সময়ে টিকার বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্ট করেছেন পাঁচজন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সোমবার পর্যন্ত টিকাগ্রহণকারী ৪৪ লাখ ৮৫ হাজার ৯৫৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ লাখ ২১ হাজার ৮১৬ জন, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৯৩ হাজার ৪১৬, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ২৭ হাজার ১৬১, রাজশাহী বিভাগে চার লাখ ৮৯ হাজার ৫৮৭, রংপুর বিভাগে চার লাখ ২৩ হাজার ১৯৮, খুলনা বিভাগে পাঁচ লাখ ৮৮ হাজার ৪৩৬, বরিশাল বিভাগে এক লাখ ৯৯ হাজার ৬৫ ও সিলেট বিভাগে দুই লাখ ৪৩ হাজার ২৭৫ জন রয়েছেন।

সোমবার টিকাগ্রহীতা ৮৭ হাজার ৮৬০ জনের মধ্যে মধ্যে ঢাকা বিভাগে ২৮ হাজার ৯০ জন, ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৯২৪, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ৩৬০, রাজশাহী বিভাগে ১০ হাজার ৪৯২, রংপুর বিভাগে ১১ হাজার ৮৪১, খুলনা বিভাগে ১১ হাজার ৬৪৪, বরিশাল বিভাগে দুই হাজার ২৪২ ও সিলেট বিভাগে দুই হাজার ২৬৭ জন রয়েছেন।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওইদিন প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি চলমান।

এমইউ/বিএ/এমএস