ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যুদ্ধাপরাধীর ছেলের দম্ভোক্তি দুঃখজনক

প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১০ নভেম্বর ২০১৪

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ছেলের বক্তব্যকে `শালীনতাবর্জিত দম্ভোক্তি` হিসেবে আখ্যায়িত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে কামারুজ্জামানের পরিবার আয়োজিত সংবাদ সম্মেলন বক্তব্য দেন তার বড় ছেলে হাসান ইকবাল। এ সময় তিনি বলেন, কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের দেওয়া রায় ন্যায়ভ্রষ্ট। এছাড়া তার বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেন হাসান।
 
তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গিয়ে সাংবাদিকরা তার মতামত জানতে চাইলে তিনি বলেন, একজন যুদ্ধাপরাধীর ছেলের এমন দম্ভোক্তি দুঃখজনক, শালীনতা বিবর্জিত। তার এই বক্তব্য আদালত অবমাননাকর। কিন্তু সব পাগলকে তো আদালতে নেওয়া যাবে না।
 
এ সময় কামারুজ্জামানের দণ্ড কার্যকর বিষয়ে জানতে চাইলে মাহবুবে আলম জানান, দণ্ড কার্যকরের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে।
 
তিনি বলেন, সংক্ষিপ্ত আদেশেই দণ্ড কার্যকর করা যায়। কিন্তু যেহেতু এতোদিনেও আপিল বিভাগ কামারুজ্জামানের রায়ের সংক্ষিপ্ত আদেশ পাঠাননি, সেহেতু ধরে নিতে হবে পূর্ণাঙ্গ রায় পাঠানোর পরই দণ্ড কার্যকর করা হবে। সেক্ষেত্রে কামারুজ্জামানের দণ্ড কার্যকরের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে।
 
আপিল বিভাগের রায় রিভিউ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, রিভিউ আবেদন করা হলেও তার জন্য দণ্ড কার্যকর প্রক্রিয়া থেমে থাকবে না। জেল কর্তৃপক্ষ তাদের কাজ এগিয়ে নেবে।