৫ দফা দাবিতে শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সমাবেশ
চিনিকল-পাটকল আধুনিকায়ন করে রাষ্ট্রীয় উদ্যোগে চালু , শ্রমিকদের বকেয়া বেতন অবিলম্বে পরিশােধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রােধ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল , শ্রমিকনেতা রুহুল আমিনসহ অন্যায়ভাবে গ্রেফতার সব নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।
শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার উদ্যোগে সংগঠনের মহানগর শাখার সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মানস নন্দী , শ্রমিকনেতা মানিক হােসেন, ভজন বিশ্বাস প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, সরকার জনগণের কোনাে মতের তোয়াক্কা না করেই একের পর এক গায়ের জোরে জনবিরােধী সিদ্ধান্ত নিয়ে চলেছে । ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল ও ৬টি চিনিকল বন্ধ করার মাধ্যমে দেশের এক বৃহৎ অংশের শ্রমিক, আখচাষি, পাটচাষি ও এসব শিল্পে কয়েক কোটি পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া হয়েছে। তারা এখন নিদারুণ কষ্টে দিন পার করছে।
তারা আরও বলেন, অন্যদিকে বেড়ে চলেছে মানুষের নিত্য প্রয়ােজনীয় জিনিসপত্রের দাম । চাল-ডাল-তেল- লবণ, সবজি, মাছসহ বাজারের সব জিনিসের দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে । ফলে সবচেয়ে বেশি কষ্টে কাটছে নিম্নবিত্ত শ্রমজীবী অসহায় মানুষদের জীবন । কিছুদিন পরেই রমজান মাস। অথচ সিন্ডিকেট-ব্যবসায়ীদের স্বার্থে বর্তমান সরকার নিচ্ছে না দাম নিয়ন্ত্রণে কোনাে সুষ্ঠু পদক্ষেপ।
নেতারা আরও বলেন , আওয়ামী লীগ সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মতাে একটি অগণতান্ত্রিক ও নিপীড়নমূলক আইন করে মানুষের মতপ্রকাশের অধিকারকে হরণ করছে। যখন-তখন অন্যায়ভাবে লেখক , কার্টুনিস্ট, ছাত্রনেতা, শ্রমিকনেতাদে গ্রেফতার করা হচ্ছে । কারাগারে দীর্ঘদিন নির্যাতনের ফলে লেখক মুশতাকের মৃত্যু এই সরকারের ফ্যাসিবাদী চরিত্রকে উন্মোচিত করে। পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে ।
এনএইচ/জেএইচ/এএসএম