ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাকা-মুজাহিদের পরিবারের চোখের সামনে ফাঁসির দড়ি

প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২১ নভেম্বর ২০১৫

রাত তখন সোয়া ৯টা। যুদ্ধাপরাধী ফাঁসির আসামি আলী আহসান মো. মুজাহিদের স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা একাধিক গাড়িতে করে শেষবারের মতো তার সঙ্গে দেখা করতে আসেন। একটি লাল রংয়ের গাড়িতে বসেছিলেন আলী আহসান মুজাহিদের স্বজনরা।

এ সময় শশ্রুমণ্ডিত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ তার গাড়ির সামনে প্রতীকী ফাঁসির দড়ি ঝুলিয়ে রাজাকারের ফাঁসি হবে, জাতি অভিশাপমুক্ত হবে ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। এ সময় নির্বাক ও অসহায় দৃষ্টিতে ফাঁসির দড়িটির তাকিয়ে থাকেন একজন বৃদ্ধ ও বৃদ্ধা।

পুলিশি প্রহরায় তাদের শেষবারের মতো দেখা করাতে নিয়ে যায়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাসের আলোতে চারদিক আলোকিত হয়ে ওঠে।


এর আগে, ঢাকা মেট্রো-ঘ ১১-৬৪৫৮ নম্বরের একটি সাদা জিপ গাড়িতে চড়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যরা দেখা করতে আসেন। শেষবারের মতো দেখা করতে এসে তাদের সকলের চেহারায় ছিল বিষন্নতার ছাপ।

বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছবি তুলতে থাকলে কয়েক মিনিট তাদের গাড়িতেই অপেক্ষা করতে হয়। এ সময় তারা অসহায় দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকেন।

এমইউ/বিএ

আরও পড়ুন