নমুনা পরীক্ষায় বাড়ল আরও একটি ল্যাব
করোনাভাইরাস নমুনা পরীক্ষায় দেশে আরও একটি ল্যাবরেটরির সংখ্যা বাড়ানো হয়েছে। এ নিয়ে দেশে এখন ল্যাবের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৭টি। এর মধ্যে ১১৮টি আরটি পিসিআর, জিন এক্সপার্ট ২৯টি এবং রেপিড এন্টিজেন ৭০টি।
ল্যাবগুলোর মধ্যে সরকারি পর্যায়ে চলমান পরীক্ষাগার ১৪৮টি (৫১টি আরটি পিসিআর, ২৭টি জিন এক্সপার্ট এবং রেপিড এন্টিজেন ৭০টি) এবং বেসরকারি ৬৯টি (৬৭টি আরটি পিসিআর ও জিন এক্সপার্ট ২টি) রয়েছে।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করানো রোগীর মৃত্যু হয়। বুধবার (৩ মার্চ) পর্যন্ত মোট ৩৯ লাখ ৮ হাজার ২৫৭টি নমুনা পরীক্ষা এবং ৫ লাখ ৪৩ হাজার ২৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়।
এমইউ/এএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ আজম-পলক পরিবারের ১৩৬ ব্যাংক হিসাব, হাজার কোটির অস্বাভাবিক লেনদেন
- ২ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ৩ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৪ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
- ৫ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ