২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা। এসময়ে করোনায় মারা গেছেন পাঁচজন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪২৮ জন।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬১৪ জন। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন।
বুধবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৪৫৮টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪০ লাখ ৮৯ হাজার ৩৩৬টি। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬১৪ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৩৬ জন। দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯৯ হাজার ৬৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৩ দশমিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৪২৮ জন। এদের মধ্যে পুরুষ ছয় হাজার ৩৭২ জন (৭৫ দশমিক ৬১ শতাংশ) ও নারী দুই হাজার ৫৬ জন (২৪ শূন্য ৩৯ শতাংশ)।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের সকলেই ষাটোর্ধ্ব। বিভাগওয়ারী হিসেবে মৃত পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম বিভাগে দুইজন মারা যান। বাকি ছয় বিভাগে কেউ মারা যাননি।
এমইউ/এএএইচ/এএসএম