কারা এলাকার দোকানপাট বন্ধের নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকরকে কেন্দ্র করে কারাগারের আশ-পাশের সকল দোকানপাট আজ (শনিবার) রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে পুলিশ। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে কারাগারের আশ-পাশে ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সকল দোকানপাট রাত ৮ মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে পুলিশ।
এর আগে কারাগারের দু পাশের রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করে এলাকা দিয়ে যাতায়াতের অনুমতি দিতে দেখা গেছে। ডিবি পুলিশের পাশাপাশি র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়ন রয়েছে।
নিরাপত্তা জোরদারের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকরকে কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগার এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।
জেইউ/এআর/জেডএইচ/আরআইপি
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ জাতীয় নির্বাচনে দেওয়ালে লিখে প্রচারণা নয়, থাকবে না তোরণ
- ২ শুল্ক ইস্যুতে মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা
- ৩ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মানচিত্র নতুনভাবে আঁকতে হতে পারে
- ৪ মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী
- ৫ ফিলিস্তিনে নিঃশর্ত যুদ্ধবিরতিতে জাতিসংঘের পদক্ষেপ চায় বাংলাদেশ