ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রস্তুত জল্লাদ

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২১ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করতে প্রস্তুত রয়েছে দুই জল্লাদ শাহজাহান ও রাজু। এ দুই জল্লাদ ছাড়াও আরো পাঁচজনকে প্রস্তুত রাখা হয়েছে বলে কারা সূত্রে জানা গেছে।

অন্য পাঁচ জল্লাদ হলেন, আবুল, হযরত, মাসুদ, ইকবাল ও মোক্তার। শাহজাহান ও রাজু ছাড়াও এ পাঁচ জল্লাদ গত বুধবার থেকে নিয়মিত ফাঁসির মহড়ায় অংশ নিয়েছে। এখন সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরে তারা পুরোপুরি প্রস্তুত।

শাহজাহান ও রাজু দেশের দুই শীর্ষ জল্লাদ। ২০১৩ সালে  যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর করে শাহজাহান। শাহজাহানকে ১৯৭৯ সালে দুই ডজনেরও বেশি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তিনি নরসিংদী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছিলেন। ১৯৯৫ সালে ২৫টি হত্যা মামলায় শাহজাহানকে ১৪৩ বছরের কারাদণ্ড দেয় আদালত। পরে উচ্চ আদালতে কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করলে একশ বছর কমিয়ে ৪৩ বছরের সাজা বহাল রাখা হয়।  
শাহজাহান দেশের শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদার ও জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের ফাঁসি কার্যকর করেছেন।

এআর/এসআইএস/এএইচ/আরআইপি