ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বঙ্গভবনের পথে প্রাণভিক্ষার আবেদন

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২১ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন বঙ্গভবনে যাচ্ছে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় ঘুরে প্রাণভিক্ষার আবেদনটি এবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছে।

এর আগে শনিবার বিকেল পৌনে ৫টার দিকে রাষ্ট্রপতির কাছে করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুরে আইন মন্ত্রণালয়ে পৌঁছায়। সেখান থেকে তা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।  

এর আগে দুপুর ৩টার দিকে দুই ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান ও মো. আরিফ প্রাণভিক্ষার আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। সেখানে সব আনুষ্ঠানিকতা শেষে সেটি আইন মন্ত্রণালয়ে যায়।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন বুধবার খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের মৃত্যুদণ্ডই বহাল রয়েছে। এখন রায় কার্যকরে আর আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন তারা।

জেইউ/একে/আরআইপি