টিকা নিলেন চসিক মেয়র রেজাউল করিম
করোনাভাইরাস টিকাগ্রহণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (২ মার্চ) দুপুর ১টার দিকে নগরের সদরঘাট সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে তিনি টিকা নেন।
টিকাগ্রহণ শেষে মেয়র রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্রকে পেছনে ফেলে বাংলাদেশ এত দ্রুত টিকা পেয়েছে। টিকা প্রদানে বাংলাদেশ এখন বিশ্বের সপ্তম স্থানে। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।’
এরপর মেয়র চসিক স্বাস্থ্য কর্মকতাদের সঙ্গে টিকা প্রদানের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার, ১৫নং বাগনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, হাসপাতালের ইনচার্জ ডা. দিপা চাকমা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, কলামিস্ট ও রাজনীতিবিদ ড. মাসুম চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রথম ধাপে এক লাখ ৪৪ হাজার টিকা দেয়া হয়। পরে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে আরও ৯০ হজার ডোজ টিকা যোগ হয়েছে।
এএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- ২ নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে যা বললেন দুদকের নতুন চেয়ারম্যান
- ৩ বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎ
- ৪ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের জন্য বরাদ্দ হচ্ছে অফিস-ল্যাপটপ
- ৫ অপরিকল্পিত উন্নয়ন খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা: উপদেষ্টা ফরিদা