‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’
শহীদ নূর হোসেন দিবস সোমবার। স্বৈরাচারী এরশাদ সরকারের পতন আন্দোলনে এদিন রাজপথে নেমে আসেন নূর হোসেন। এর পর পুলিশের গুলিতে শহীদ হন তিনি।
নূর হোসেনের বুকে-পিঠে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। তার রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর রূপ লাভ করে। অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটে।
প্রতিবছরই শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজনৈতিক দলগুলো আলাদা আলদা কর্মসূচি পালন করে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিবৃতি ও নূর হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
নূর হোসেন দিবসের কর্মসূচিতে রয়েছে রাজধানীর জিরো পয়েন্টে (নূর হোসেন চত্বর) ও জুরাইনে সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন।
সর্বশেষ - জাতীয়
- ১ সংস্কার কমিশন প্রধানদের মর্যাদা-সুবিধা, সদস্যদের সম্মানী নির্ধারণ
- ২ ‘বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শিগগির সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ’
- ৩ আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেফতার ২৭
- ৪ যুগ্মসচিবের শাস্তির দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
- ৫ বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়