ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাষ্ট্রপতির কাছে পুনর্বিচার চায় সাকা’র পরিবার

প্রকাশিত: ০৯:১২ এএম, ২১ নভেম্বর ২০১৫

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধরীর পক্ষ থেকে তার বিচার নিয়ে আন্তর্জাতিক অঙ্গণে অস্বচ্ছতার যে চিত্র ওঠে এসেছে তা তুলে ধরে রাষ্ট্রপতির কাছে পুনর্বিচারের দাবি জানিয়েছেন সাকা’র স্ত্রী ফরহাত কাদের চৌধুরী।

শনিবার দুপুরে গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

প্রাণভিক্ষার বিষয়ে আইনজীবীদের সাথে সাক্ষাতের পর সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী সিদ্ধান্ত দেবেন বলেও জানান তিনি।

ফরহাত কাদের চৌধুরী বলেন, আইনজীবীদের সাথে সাক্ষাতের পরে প্রাণভিক্ষার চাইবেন কি চাইবেন না তার সিদ্ধান্ত সাকা চৌধুরীই দেবেন।

আপনারা কি পরিবারের পক্ষ থেকে সাকা চৌধুরীর জন্য প্রাণভিক্ষা চাইবেন- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রাণভিক্ষা চাইতে পারি না। প্রাণভিক্ষা চাইবেন সাকা চৌধুরী। আর তিনি প্রাণভিক্ষা চাইবেন কি না তার আইনজীবীদের কাছে বলবেন। তবে আইনজীবীদেরকে সাকার সাথে কারাকর্তৃপক্ষ সাক্ষাৎ করতে দিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, প্রাণভিক্ষা চাইবেন কি না তা জানতে দু’জন ম্যাজিস্ট্রেট কারাগারে প্রবেশ করেছেন। কিন্তু ম্যাজিস্ট্রেট আমাদেরকে যে তথ্য দেবেন তা সঠিক হবে কি না তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।

সংবাদ সম্মেলনে শেষে আন্তর্জাতিক অঙ্গণের প্রতিবেদনগুলো রাষ্ট্রপতির কাছে দাখিলের জন্য বঙ্গভবেনর উদ্দেশ্য রওনা দেন সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়াম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আব্দুল লতিফ জনিসহ প্রমুখ উপস্থিত ছিলন।

এমএম/এসকেডি/এমএস