একই মঞ্চে সাকা-মুজাহিদের ফাঁসি : প্রস্তুতি চলছে
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি ঢাকা কেন্দ্রীয় কারাগারে একই মঞ্চে কার্যকর করা হবে। শুক্রবার রাত ৮টার দিকে কারাগার সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুইটি মঞ্চ থাকলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি একই মঞ্চে কার্যকর করা হবে। ইতোমধ্যে ছামিয়ানা টানানোসহ ওই মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
বুধবার সাকা-মুজাহিদের ফাঁসির সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর থেকে ওই মঞ্চে নিয়মিত মহরা চলছে বলেও সূত্রে জানা যায়।
ফাঁসি কার্যকরের জন্য নির্বাহী আদেশের একটি আনুষ্ঠানিকতা প্রয়োজন হয়। শুক্রবার রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই আদেশ জারি হয়নি। আদেশটি জারি হওয়ার পর কারাকর্তৃপক্ষ ফাঁসির দণ্ডপ্রাপ্তদের পরিবারকে তিন ঘণ্টার মধ্যে দেখা করতে আসতে বলবেন।
এআর/একে/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ২ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৩ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
- ৪ ঢাকার পুলিশের দাবি ‘ফয়সাল ভারতে’, মেঘালয় পুলিশ বলছে ‘না’
- ৫ হোটেল-রেস্তোরাঁ খাতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চায় সংগ্রাম পরিষদ