ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

টিকাগ্রহীতার সংখ্যা ২৫ লাখ ছুঁই ছুঁই

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১

দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমে টিকাগ্রহীতার সংখ্যা প্রায় ২৫ লাখ ছুঁই ছুঁই করছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৮২ হাজার ৮৯ ৬জন টিকা নিয়েছেন। এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৬৩০ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এইএফআই রিপোর্ট করেছেন ২১ জন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সারাদেশে ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন নাগরিক টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ৩৩ হাজার ৩৪ জন এবং নারী আট লাখ ৫৭ হাজার ২০জন।

গত ২৪ ঘণ্টায় এক লাখ ৮২ হাজার ৮৯৬ জনের মধ্যে পুরুষ এক লাখ ১৫ হাজার ৩১৮ জন এবং নারী ৬৭ হাজার ৫৭৮ জন। টিকা গ্রহণের পর গত ২৪ ঘণ্টায় ২৫ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গের রিপোর্ট করেছেন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারী ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জনের মধ্যে ঢাকায় সাত লাখ ২১ হাজার ১৯ জন, ময়মনসিংহে এক লাখ ১১ হাজার ৫২৪ জন, চট্টগ্রামে পাঁচ লাখ ৬০ হাজার ১৫৩ জন, রাজশাহীতে দুই লাখ ৮১ হাজার ৫৮৩ জন, রংপুরে দুই লাখ ৩০ হাজার ১৫০ জন, খুলনায় দুই লাখ ৯৭ হাজার ৪৫৩ জন, বরিশালে এক লাখ ২০ হাজার ৬১১জন এবং সিলেট বিভাগে এক লাখ ৬৮ হাজার ৫৬০ জন টিকা নেন।

গত ২৪ ঘণ্টায় টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬২ হাজার ২৩৯ জন, ময়মনসিংহ বিভাগে আট হাজার ১৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৭০৮ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৬৫১ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ৭৬৫ জন, খুলনা বিভাগে ২২ হাজার ৮১৬ জন, বরিশাল বিভাগে আট হাজার ৪৪৩ এবং সিলেট বিভাগে নয় হাজার ৮৬ জন টিকা নিয়েছেন।

এমইউ/ইএ/এমএস