জেল সুপারকে কিছুই জানালেন না সাকা ও মুজাহিদ
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না, সে বিষয়ে সুরাহা হয়নি।
শুক্রবার দুপুরে সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির তাদের কাছে জানতে চাইলেও তারা (সাকা-মুজাহিদ) বিষয়টি পরিষ্কার করেননি।
কারাগার সূত্রে জানা যায়, সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রাণভিক্ষার আবেদন করবেন কি, না তা জানতে শুক্রবার দুপুরে কারাগারে যান সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। এসময় সেখানে জেলার ও ডেপুটি জেলাররা উপস্থিত ছিলেন।
সূত্র আরো জানায়, সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির প্রাণভিক্ষার বিষয়ে প্রথমে সাকা চৌধুরী ও পরে মুজাহিদের কাছে জানতে চান। তারা (সাকা-মুজাহিদ) দুইজনই প্রাণভিক্ষার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি জানিয়ে বলেন, আইনজীবী ও পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি জানানো হবে। কিন্তু কারাবিধি অনুযায়ী আইনজীবীদের সঙ্গে দেখা করার আর কোনো সুযোগ নেই বলে জানান সিনিয়র জেল সুপার। তারপরও সাকা-মুজাহিদ বিষয়টি পরিষ্কার না করায় এক ঘণ্টা পর সুরাহা না করেই ফিরে আসেন জেল সুপার।
প্রাণভিক্ষার বিষয়টি জানতে ম্যাজিস্ট্রেট যাওয়ার নিয়ম থাকলেও সিনিয়র জেল সুপার সেই পদমর্যাদার অধিকারী হওয়ায় তিনি বিষয়টি সম্পর্কে জানতে চান সাকা-মুজাহিদের কাছে।
প্রাণভিক্ষার বিষয়ে সুযোগ না নেয়ায় কারাবিধি অনুযায়ী ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও জানিয়েছে কারাসূত্র।
এআর/একে/এমএএস/পিআর