করোনায় মৃত্যু ও শনাক্ত দুইই কমেছে
করোনাভাইরাসে দেশে মৃত্যু ও শনাক্ত দুইই কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন। আর নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫০ জন। এর আগে গতকাল করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল ৪০৬ জন।
শনিবার (২০ ফেব্রয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে। আর মোট ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে করে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৪ শতাংশ।
বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
জেডএইচ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ বিজয় দিবস সার্বভৌমত্ব রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণে শপথের দিন
- ২ বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে সতর্ক অবস্থানে র্যাব
- ৩ আত্মগোপনে থাকা সাবেক এমপি নদভী গ্রেফতার
- ৪ প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
- ৫ হজযাত্রী নিবন্ধনের সময় শেষ, মঙ্গলবারও টাকা জমা দেওয়া যাবে