ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় মৃত্যু ও শনাক্ত দুইই কমেছে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

করোনাভাইরাসে দেশে মৃত্যু ও শনাক্ত দুইই কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন। আর নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫০ জন। এর আগে গতকাল করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল ৪০৬ জন।

শনিবার (২০ ফেব্রয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে। আর মোট ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে করে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৪ শতাংশ।

বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

জেডএইচ/এমকেএইচ