ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলায় সাইনবোর্ড-নামফলক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১

বাংলায় সাইনবোর্ড, নামফলক নিশ্চিত করতে রাজধানীর রামপুরা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে এই অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম।

jagonews24

অভিযানের শুরুতে একটি রেস্টুরেন্টের নামফলকে বাংলা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একদিনের মধ্যে নামফলক বাংলায় লেখার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাংবাদিকদের জানান, সাইনবোর্ড ও নামফলকে বাংলা ভাষা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। রামপুরাসহ ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে। এর আগে গণবিজ্ঞপ্তি দিয়ে ডিএনসিসি এলাকার সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, ব্যানার বাংলায় লেখার নির্দেশনা দেয়া হয়েছিল।

এমএমএ/এআরএ/এএসএম