ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোকেন পাচার : ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা

প্রকাশিত: ০২:২২ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

চট্টগ্রাম বন্দর দিয়ে তেলের ড্রামে করে কোকেন পাচারের ঘটনায় দুই ব্রিটিশ নাগরিকসহ আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে তদন্ত সংস্থা ডিবি। তবে এজাহারে নাম থাকা সত্ত্বেও কোকেনের চালান আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেড’র মালিক নুর মোহাম্মদকে অভিযোগ পত্রে অব্যাহতি দেয়া হয়েছে।

অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ৫৮ জনকে। গত ১১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। তবে বৃহস্পতিবারই বিয়ষটি গণমাধ্যমে প্রকাশ পায়।

বিষয়টি নিশ্চিত করে কামরুজ্জামান বলেন, ‘অভিযোগপত্রটি গত ১১ নভেম্বর সিএমএম কোর্টে জমা দিয়েছিলাম। এতে আটক ৬ জন ও তদন্তে আসা দুই ব্রিটিশ নাগরিক ফজলু মিয়া ও বকুল মিয়াসহ মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে।
 
তিনি জানান, মামলায় খান জাহান আলী লিমিটেডের মালিকের নাম থাকলেও তদন্তে তার সম্পৃক্ততা না পাওয়ায় ১০ পৃষ্ঠার এই অভিযোগপত্রে তাকে অভিযুক্ত করা হয়নি। পরবর্তীতে চোরাচালান মামলার অভিযোগপত্র দেয়া হবে।’

জীবন মুছা/এসকেডি/পিআর