ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীর ২ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১৪

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১

রাজধানীর দুটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম।

তিনি বলেন, রোববার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে রাজধানীর কদমতলী থানার হত্যা মামলার সাতজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম। গ্রেফতারদের নাম- মো. শুক্কুর, মো. নুরুল ইসলাম স্বপন, মো. রতন ওরফে সোলাইমান ওরফে রেম্বো, মো. শফিকুর রহমান ওরফে দিপু, ফাহিম হাসান তানভীর ওরফে লাদেন, মো. তরিকুল ইসলাম তারেক ও মো. মাসুদ পারভেজ।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি রাতে কদমতলী থানার পূর্ব জুরাইন কলেজ রোডের নবারুন গলির মাথায় একদল দুর্বৃত্ত ভুক্তভোগী মো. জাকির হোসেনকে ছুরি দিয়ে বুকে, পেটে নৃশংসভাবে আঘাত করে এবং পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে। অপর ভুক্তভোগী মো. মজিবর রহমান ওরফে মোহনকে গুরুতর আহত করে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরবর্তী সময়ে ভুক্তভোগীেদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কদমতলী থানায় একটি মামলা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার জানান, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও অপরাধ জগতের সক্রিয় সদস্য। ঘটনার দিন এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভুক্তভোগীদের ওপর হামলা চালায় তারা। গ্রেফতারদের বিরুদ্ধে কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, রোববার অপর একটি অভিযানে মুগদা থানা এলাকায় কিশোর গ্যাং কর্তৃক খুনের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

মাহবুব আলম জানান, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় গ্রেফতার কিশোর গ্যাংয়ের সদস্যরা হাসান নামের একজন কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় মুগদা থানায় একটি মামলা হয়।

এমএসএইচ/জিকেএস