ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মুজাহিদের পরিবার দেখা করার অনুমতি চেয়েছে

প্রকাশিত: ০৬:২৭ এএম, ১৯ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করার জন্য অনুমতি চেয়েছে তার পরিবারের সদস্যরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজাহিদের ছেলে আলী আহম্মেদ মাববুর এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমরা তার (মুজাহিদ) সঙ্গে সাক্ষাত করতে চাই। এ জন্য আমরা আবেদন করেছি।

সূত্র জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করার জন্য অনুমতি চেয়েছেন। মুজাহিদের তিন ছেলে, ছেলের বউ, মেয়ে-মেয়ের জামাইসহ পরিবারের মোট ১২ জন দেখা করার জন্য অনুমতি চেয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের মৃত্যুদণ্ড বহাল রয়েছে এবং রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। তবে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

জেইউ/জেডএইচ/আরআইপি