ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনার নমুনা পরীক্ষা ৩৮ লাখ ছাড়াল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১

দেশে করোনা রোগী শনাক্তে নমুনা পরীক্ষা ৩৮ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১০টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৩০৭ নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৮ হাজার ১৭টি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মোট নমুনার মধ্যে সরকারি ল্যাবরেটরিতে ২৯ লাখ ৫৮ হাজার ২৪৮টি ও বেসরকারি ল্যাবরেটরিতে ৮ লাখ ৪৯ হাজার ৭৬৯টি নমুনা পরীক্ষা হয়।

শুরুর দিকে শুধুমাত্র সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরের একমাত্র পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে সরকারি ও বেসরকারি পর্যায়ে নমুনা পরীক্ষার জন্য মোট ২১০টি ল্যাব চালু হয়।

এই ল্যাবগুলোর মধ্যে ১১৬টি আরটি পিসিআর ল্যাব, জিন এক্সপার্ট ল্যাব ২৯টি এবং র্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৩টি। এর মধ্যে সরকারি পর্যায়ে চলমান পরীক্ষাগার ১৪৩টি (৫১টি আরটি পিসিআর, ২৭টি জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন ৬৫টি) এবং বেসরকারি পর্যায়ে রয়েছে ৬৭টি (৬৫টি আরটি পিসিআর ও জিন এক্সপার্ট ২টি)।

এমইউ/ইএ/জিকেএস