ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মুজাহিদের সঙ্গে দেখা করতে চায় তার পরিবার

প্রকাশিত: ০৫:১১ এএম, ১৯ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে চায় তার পরিবারের সদস্যরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজাহিদের ছেলে আলী আহম্মেদ মাববুর এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমরা তার (মুজাহিদ) সঙ্গে সাক্ষাত করতে চাই। এ জন্য আমরা আবেদন করবো।

জানা গেছে, ইতোমধ্যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে দেখা করতে কারা কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা। তবে তারা অনানুষ্ঠানিকভাবে দেখা করতে চান।

উল্লেখ্য, গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের মৃত্যুদণ্ড বহাল রয়েছে এবং রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। তবে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

এফএইচ/আরএস/আরআইপি