টিকার নিবন্ধন ওয়েবসাইটে জটিলতা, বিড়ম্বনায় করোনাযোদ্ধারা
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। করোনাকালে চট্টগ্রাম অঞ্চলে সম্মুখসারির যোদ্ধা হিসেবে যার নাম এসেছে বার বার। কিন্তু করোনাভাইরাসের টিকাদান ওয়েবসাইটে (www.surokkha.gov.bd) নিজের নামটি নিবন্ধন করাতে পারেননি তিনি। দুইবার চেষ্টা করলেও ওয়েবসাইটে তার নিবন্ধন প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে বয়সের অযুহাতে। যদিও তিনি উপজেলা পর্যায়ে জনসেবায় সম্পৃক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি।
ইউএনও রুহুল আমিন জাগো নিউজকে বলেন, ‘অগ্রাধিকার তালিকাভুক্ত হওয়ার পরেও ৫৫ বছরের নিচে হওয়ার কারণে দুইবার চেষ্টা করেও আমি টিকাদান ওয়েবসাইট সুরক্ষায় নিজের নাম এন্ট্রি করতে পারিনি। এখন অবশ্য বয়স কমিয়ে সেটা ৪০ করা হয়েছে। তবে আমি ভাবছি সরাসরি কেন্দ্রে গিয়ে এনআইডি দেখিয়ে টিকা নেব।’
শুধু ইউএনও রুহুল আমিন নন। করোনাকালে সম্মুখসারির যোদ্ধা হিসেবে লড়াই করা অনেকেই সরকারের অগ্রাধিকার তালিকায় থাকার পরেও বয়সের বাধায় টিকাদান ওয়েবসাইট সুরক্ষায় (www.surokkha.gov.bd) নিজের নামটি নিবন্ধন করাতে পারছেন না, এ কারণে বঞ্চিত হচ্ছেন টিকা থেকেও।
গণমাধ্যমকর্মীরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে সরকারের অগ্রাধিকার তালিকায় থাকলেও ৪০ বছরের কম বয়সীরা ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে গিয়ে পড়ছেন বিড়ম্বনায়
চট্টগ্রাম চক্ষু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সোমা রানি রায় জাগো নিউজকে বলেন, ‘গত তিনদিন ধরে আমাদের বেশ কয়েকজন সহকর্মী বারবার চেষ্টা করেও ওয়েবসাইটে নিজেদের নাম নিবন্ধন করতে পারেননি। বিশেষ করে যাদের বয়স ৪০-এর নিচে তাদের এ সমস্যা হচ্ছে। তবে দু’একবার চেষ্টার পর কয়েকজনের নিবন্ধন করা সম্ভব হয়েছে।’
তিনি বলেন, ‘বিশেষ করে টিকাদানের প্রথম দিন ও গতকাল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের এ সমস্যায় বেশি পড়তে হয়েছে। আজও এই সমস্যার কথা জানতে পেরেছি। আশা করছি আগামীতে এ সমস্যা থাকবে না।’
করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমে নাম নিবন্ধন প্ল্যাটফর্ম সুরক্ষার ওয়েবসাইটে মোট ১৯টি ক্যাটাগরিতে নাম নিবন্ধন করার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে প্রথমে ৫৫ ও পরে ৪০ বছর বয়সী সাধারণ মানুষও করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন বলে জানানো হয়। এর বাইরে আরও ১৮ ক্যাটাগরিতে করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু বর্তমানে ওই ১৮ ক্যাটাগরির ৪০ বছরের কম বয়সী সম্মুখসারির করোনাযোদ্ধারা নিবন্ধন প্ল্যাটফর্ম সুরক্ষায় নিজেদের নাম নিবন্ধন করতে গিয়ে সমস্যায় পড়ছেন।
করেনাযোদ্ধাদের অনেকে ওয়েবসাইটে নাম নিবন্ধন করাতে গিয়ে বয়সের ফাঁদে পড়ে ওয়েবসাইটের নির্দেশনাগুলো পূরণ করতে পারছেন না
চিকিৎসক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা নিবন্ধনের জন্য আবেদন করলেই ওয়েবসাইটের পক্ষ থেকে ‘দুঃখিত .. বর্তমানে শুধুমাত্র মনোনীত সম্মুখসারির করোনা যোদ্ধা ও ৪০ বা তদূর্ধ্ব বয়সীদের নিবন্ধন চলমান রয়েছে’ লেখাটি প্রদর্শন করা হচ্ছে।
অথবা ওপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন এমন বক্সে নির্দিষ্ট লেখাটি টাইপ করতে পারছেন না আবেদনকারীরা।
এসব কারণে অনেকেই করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিতে পারছেন না। এর আগে গতকাল সার্ভার ডাউন থাকায় চরম দুর্ভোগে পড়েন টিকা দিতে আসা সাধারণ মানুষ।
সমস্যার কথা জানিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ জাগো নিউজকে বলেন, ‘করোনা মোকাবিলায় সাংবাদিকরা ছিলেন সম্মুখসারির যোদ্ধা। সরকারের অগ্রাধিকার তালিকায় সব বয়সী সাংবাদিকদের টিকা নেয়ার সুযোগ রাখা হয়েছে। কিন্তু গতকাল থেকে অনেক চেষ্টা করেও ৪০ বছরের কম বয়সী সংবাদকর্মীরা টিকা নেয়ার জন্য নিজেদের নাম নিবন্ধন করাতে পারেননি। যেহেতু কারিগরি বিষয়, সমস্যা হতেই পারে। আমরা চাইবো দ্রুত এই সমস্যার সমাধান করা হোক।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর জাগো নিউজকে বলেন, ‘হ্যাঁ আমরা এই সমস্যার কথা জেনেছি, অনেকেই এ কারণে ওয়েবসাইটে নাম নিবন্ধন করাতে পারছেন না। আমরা তাদের বলবো- আপনারা সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে পরিচয় দিয়ে, জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নিন।’
তিনি বলেন, ‘সারাদেশে টিকা কার্যক্রম চালু আছে। তাই কারিগরি কারণে এ ধরনের সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি অতি দ্রুত সমস্যা কেটে যাবে।’
আবু আজাদ/এআরএ