হরতাল প্রতিহতের ঘোষণা গণজাগরণ মঞ্চের
জামায়াতের ডাকা বৃহষ্পতিবারের হরতাল প্রত্যাখ্যান করে রাজপথে অবস্থান ও প্রতিহত করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। বুধবার বিকেলে যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগ থেকে মিছিল করে গণজাগরণ মঞ্চ। মিছিল শেষে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী সংগঠন রাষ্ট্রের বিরুদ্ধে হরতাল ডাকার ধৃষ্টতা দেখিয়েছে। আমরা এই হরতাল প্রত্যাখ্যান করছি এবং দেশের মানুষকে হরতাল প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি। এই যুদ্ধাপরাধী সংগঠন যেখানেই নাশকতা করার চেষ্টা করবে, সেখানেই ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিরোধ করা হবে।
ইমরান বলেন, এই রায়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।বাংলাদেশের মানুষ ন্যায়বিচার পেয়েছে। এই রায় পাওয়ার জন্য মানুষকে বহুদিন সংগ্রাম করতে হয়েছে। আরো যত যুদ্ধাপরাধীর বিচার তালিকায় রয়েছে সেসব দ্রুত সম্পন্ন করতে হবে।
এএম/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ তরুণদের দক্ষ করে তুলতে ফলমুখী সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব
- ২ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ৩ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৪ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস
- ৫ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম