বাবার সঙ্গে দেখা করার অনুমতি পাইনি : মাববুর
জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করার অনুমতি পায়নি তার পরিবার। বুধবার সন্ধ্যায় তার ছেলে আলী আহম্মেদ মাববুর এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে বাবার (মুজাহিদ) সঙ্গে দেখার করার চেষ্টা করা হচ্ছে।তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমরা দেখা করার অনুমতি পাইনি। জেল কর্তৃপক্ষ আমাদের দেখা করার কোনো অনুমতি দেয় নি। তবে আমরা এখনো দেখা করার অপেক্ষায় রয়েছি।
এ ব্যাপারে কেন্দ্রীয় কারাগোরে সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, আমরা তাদের ডাকিনি। তবে যদিও কেউ সেচ্ছায় আসামির সঙ্গে দেখা করতে আসেন তাহলে বিষয়টি ভেবে দেখা হবে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মৃত্যুদণ্ডই বহাল রইলো দেশের সর্বোচ্চ আদালতে। রায় কার্যকরে আর আইনি বাধা থাকলো না। তবে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।
জেইউ/এএইচ/পিআর