সচিবালয় ক্লিনিকে টিকা নিলেন ১৬৭ জন
সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাসের টিকা নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীসহ ১৬৭ জন। টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে একজন মন্ত্রী ও একজন সচিবও রয়েছেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে সচিবালয় ক্লিনিকে টিকাদান কার্যক্রম শুরু হয়। সকালে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের দেয়ার মাধ্যমে শুরু হয় এ কার্যক্রম। দুটি বুথে টিকাদান কার্যক্রম চলে বিকেল ৩টা পর্যন্ত। রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনও এখানে টিকা নিয়েছেন।
সচিবালয় ক্লিনিকে দুপুরে টিকা নেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন
প্রথম দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২০০ জনকে করোনাভাইরাসের টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও নিয়েছেন ১৬৭ জন। সচিবালয় ক্লিনিকে মোট ১২ দিন টিকাদান কর্মসূচি চলবে।
বিকেলে সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, ‘২০০ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রথম দিন নিয়েছেন মোট ১৬৭ জন। আগামীকাল (সোমবার) থেকে প্রতিদিন ৩০০ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখানে মোট ১২ দিন টিকাদান কার্যক্রম চলবে।’
সচিবালয় ক্লিনিকে মোট ১২ দিন টিকাদান কর্মসূচি চলবে
দেশজুড়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর আজ শুরু হয়েছে দেশব্যাপী টিকাদান কর্মসূচি। দিনের শুরুতেই রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিয়েছেন সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
রোববার বেলা সাড়ে ১১টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধনের শুরুতে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী। পরে বিভিন্ন হাসপাতালে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল করোনার টিকা নিয়েছেন।
দুই বুথে চলে টিকাদান কার্যক্রম
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীনসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নিয়েছেন।
টিকা নিতে ইতোমধ্যে তিন লাখ ২৮ হাজার জন নিবন্ধন করেছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নেয়ার পর অন্যরা পর্যায়ক্রমে টিকা পাবেন। তবে প্রথম ধাপে ১৫ ক্যাটাগরির মানুষ টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
আরএমএম/এমএসএইচ/জেআইএম