প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্তারা টিকা নেবেন বিকেলে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে টিকা নেবেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুপুরের পর রাজধানীর শেরে বাংলানগর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে টিকা নেবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও পরিচালকগণ।
আতঙ্কের মধ্য দিয়ে মহামারির প্রায় এক বছর পার করার পর দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়।
এরপর আজ (৭ ফেব্রুয়ারি) শুরু হয়েছে দেশব্যাপী টিকাদান কর্মসূচি। দিনের শুরুতেই রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এছাড়া এদিন মন্ত্রিপরিষদের অনেক সদস্য, বিচারপতি, সচিবসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা টিকা নিয়েছেন।
এসইউজে/জেআইএম