ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আইনমন্ত্রী আইনের অপব্যাখ্যা দিয়েছেন : শিশির মনির

প্রকাশিত: ০৮:০৯ এএম, ০৯ নভেম্বর ২০১৪

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের চূড়ান্ত রায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত রায় নিয়ে আইনমন্ত্রী আইনের অপব্যাখ্যা দিয়েছেন বলে আইনজীবী শিশির মনির অভিযোগ করেছেন। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, জেল কোডের ৯৯১ ধারা উল্লেখ করে রায় শোনার দিন থেকে ৭ দিন সময়সীমার মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে- আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা আইনের অপব্যাখ্যা।

শিশির মনির বলেন, জেল কোডের কোথাও বলা নেই আসামি রায় শোনার ৭ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা মূলত পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ১ মাসের মধ্যে রিভিউ দায়ের করব এবং কামারুজ্জামানের নির্দেশনা এরকমই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট মতিউর রহমান আকন্দ।