ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাথায় ব্যথা হলে কেটে ফেলা সমাধান নয় : ইমরান এইচ সরকার

প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১৮ নভেম্বর ২০১৫

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যে ভাবে বন্ধ করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। এর মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। তবে সরকার দেশের বৃহত্তর স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। কিন্তু সিদ্ধান্তটি সার্বিকভাবে জনগণের কল্যাণে আসছে কি না তা সবার আগে ভাবতে হবে। জাগো নিউজের সঙ্গে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

দেশজুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত প্রসঙ্গে তিনি বলেন, মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা কোন সমাধান নয়। এছাড়া এই সিদ্ধান্ত বাস্তব সম্মতও নয়। কেন না, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সবকিছুই এখন অনেকটা ইন্টারনেট নির্ভর।

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের রায় দ্রুত বাস্তবায়ন করা গেলে ও কঠোরভাবে জঙ্গী দমন সম্ভব হলে ভবিষ্যতে হয়তো এধরনের জনদুর্ভোগকারী সিদ্ধান্তের প্রয়োজন হবে না।

এএ

আরও পড়ুন