ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কেউ আইন ও সংবিধানের ঊর্ধ্বে নয় : তুরিন আফরোজ

প্রকাশিত: ০৬:২৫ এএম, ১৮ নভেম্বর ২০১৫

দেশের সর্বোচ্চ আদালতে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখায় কেউ আইন ও সংবিধানের ঊর্ধ্বে  নয় তা আবারো প্রমাণিত হলো বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

বুধবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যে বুদ্ধিজীবীদের হত্যা করেছেন তা এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো। আমরা এ রায়ে খুশি। সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা হয়েছে।

এর আগে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের মৃত্যুদণ্ডই বহাল রইলো দেশের সর্বোচ্চ আদালতে।

জানা যায়, রায় কার্যকরে আর আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন তারা।

এআর/আরএস/এমএস

আরও পড়ুন